শিরোনাম:

নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৪৩
photo

হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধ, দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ গেল মাসুদ শেখের নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং শুক্তগ্রামের মৃত সবোর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। মাঠেই বিষয়টি মীমাংসা হলেও রাত সাড়ে ৯টার দিকে খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে মাসুদ শেখের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।” এই হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দাবি করেছেন, মাসুদ শেখের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

শেয়ার করুন