অফিস ডেস্ক
জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলা মাদারের চর গ্রামে আকামিয়া(২৭) বিরুদ্ধে এক বিধবা নারীকে (৫৯)ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা গত বুধবার রাত ৯ টায় ঘটেছে এবং গত বৃহস্পতিবার ভুক্তভোগী বিধবা নারী মনজুরানী (৫৯)বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মোঃ আকামিয়া মেরুরচর ইউনিয়ন মাদারের চর গ্রামের মো: আমিরুল মিয়ার ছেলে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী বিধবা নারী মনজুরানীর সঙ্গে কথা বলে জানা যায়, আকামিয়া (২৯) প্রায় ৫ বছর ধরে আমাকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিচ্ছে। এ ঘটনার তারিখ ও সময়ে আমি বসত ঘরে ঘুমিয়ে ছিলাম। এমন সময় আকামিয়া সুকৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আমার ঘুমন্ত শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেই।এমন সময় আমার ঘুম ভাঙলে আমি দেখে চিনতে পারি।আমি চিৎকার করার চেষ্টা করলে মো: আকামিয়া(২৭)এক হাত দিয়া আমার মুখ চেপে ধরে এবং অন্য হাত দিয়ে আমার পড়নের পেডিকোড খুলে উলঙ্গ করে দর্শন করার চেষ্টা চালায়।
অপরদিকে অভিযুক্ত মো:আকামিয়ার পরিবার মো: আকামিয়া(২৭) এর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, এক শ্রেণী আকামিয়াকে( ২৭) হয়রানি করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।
প্রশাসনের প্রতিক্রিয়া : বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জোরালো হচ্ছে।