অফিস ডেস্ক
সদ্য শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টি খেলায় দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন বিপিএল-এর আগে চোট কাটিয়ে মাঠে ফেরার পথে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিসিবির মেডিকেল বিভাগ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। মাহমুদউল্লাহ গত চারদিন ধরে অসুস্থ ছিলেন; প্রথমে জ্বর ভুগছিল। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ধরা পড়ে এবং হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে হাসপাতালের নজরদারিতে থাকা মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২-১ দিনের মধ্যে বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।
মাহমুদউল্লাহর জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কায়সার। ফেসবুকে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু… তাকে তোমার প্রার্থনায় রেখো।”