অফিস ডেস্ক
মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহম্মেদের গণসংযোগ ও পথসভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। হাজারো নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুধবার বিকেলে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে লিচুতলা পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন আতাউর রহমান বাবুল, অ্যাডভোকেট মাহবুব আলম, মুন্সিগঞ্জের সাবেক সদস্য সচিব মো. মাসুদ রানা এবং সাইদুর ফকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় আতাউর রহমান বাবুল বলেন, মুন্সিগঞ্জ-৩ আসনে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্যাতিত নেতা মহিউদ্দিন আহম্মেদের পাশে দাঁড়াবেন তারা সবাই। তিনি আরও বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে মহিউদ্দিন আহম্মেদের পক্ষে কাজ করছেন। অ্যাডভোকেট মাহবুব আলম বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই বিজয় নিশ্চিত করা সম্ভব।
মো. মাসুদ রানা বলেন, রক্ত ও ঘাম ঝরিয়ে তারা ধানের শীষের আবাদ ধরে রেখেছিলেন—প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করবেন, তবুও মহিউদ্দিন আহম্মেদকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে ছাড়বেন। সাইদুর ফকির বলেন, ফুটবল প্রতীকের বিজয় মানেই জনগণের বিজয়। তিনি সবাইকে ফুটবল মার্কায় ভোট দিয়ে মহিউদ্দিন আহম্মেদকে জয়ী করার আহ্বান জানান।
পথসভায় প্রার্থী মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, নেতারা তাকে বহিষ্কার করলেও সাধারণ মানুষ আজও তার পাশে আছে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। যারা একসময় তাকে উৎসাহ দিয়েছিলেন, তাদের উদ্দেশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি ফুটবল প্রতীককে বিজয়ী করার ডাক দেন। বক্তব্যের শেষাংশে তিনি সবার দোয়া কামনা করেন এবং ফুটবল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
শেষে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মোঃ রাতুল দেশ আমারটিভি, মোঃ রাতুল সংবাদ৫২ টিভি চব্বিশ ঘন্টা খবর