শিরোনাম:

মুন্সিগঞ্জে কাস্তে মার্কার প্রার্থীর ভোট প্রচার ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার মোঃ নাছির উদ্দিন
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:৩৪
photo

“দুনিয়ার মজদুর এক হও”—এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধের চেতনায় সুষম সমাজ ও রাষ্ট্র গঠনের আহ্বানে মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী শেখ মোঃ কামাল হোসেন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি শেখ মোঃ কামাল হোসেন আজ মুন্সিগঞ্জ সদর উপজেলার খাশের হাট বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও প্রচারণায় অংশগ্রহণ করেন। শেখ মোহাম্মদ কামাল হোসেন ও তার নেতাকর্মীরা ব্যাপকভাবে লিফলেট বিতরণ করেন এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন।
মোহাম্মদ নাসির উদ্দিন দেশ আমার টিভি মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ ৫২ টিভি ২৪ ঘণ্টা খবর

শেয়ার করুন