শিরোনাম:

মুন্সিগঞ্জ বিএনপির ৫ সদস্য সেচ্ছায় পদত্যাগ করেছেন

স্টাফ রিপোর্টার মোঃ নাছির উদ্দিন
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১২:১০
photo

বিএনপির দলীয়  সেচ্ছাতারিতার অভিযোগ এনে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৫ সদস্য সেচ্ছয় পদত্যাগ  করেছেন।  তারা আরোও জানায় আমরা গনহারে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। 
পদত্যাগ করেছেন যারা তারা হলেন,  সদস্য জেলা বিএনপি  ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি,কাজী আবু সুফিয়ান বিপ্লব জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান খান, শহর  বিএনপির সদস্য সচিব ,এড মাহবুব উল আলম সপন, জেলা  বিএনপির সদস্য ,আতাউর হোসেন  বাবুল,জেলা  বিএনপির সদস্য মোঃ শাহাদাত হোসেন।

শেয়ার করুন