শিরোনাম:

বালিয়া ও বাগাদী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০২:৩৩
photo

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেছেন চাঁদপুর সদর ও হাইমচর–৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল থেকে রাত পর্যন্ত তিনি দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে ইচুলী ঘাটের সেতুসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে। তিনি ভোটারদের সকাল সাড়ে ৭টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতে ভোটাধিকার হরণ করা হয়েছে, যা জুলুমেরই অংশ। এবার সবাই ভোট দেবেন এবং আত্মীয়-স্বজনদের ভোট দিতে উৎসাহিত করবেন। একই সঙ্গে তিনি এলাকায় মাদক, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
সকাল থেকে বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক শেষে বিকেল থেকে রাত পর্যন্ত বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একই কর্মসূচি পালন করেন তিনি।
বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন