শিরোনাম:

পাকিস্তানে আকাশে লেন্স আকৃতির রঙিন মেঘ, ইউএফও ভেবে চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৩২
photo

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ও আশপাশের এলাকাবাসী মঙ্গলবার ভোরে এক বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হয়েছেন। সূর্যোদয়ের ঠিক আগে আকাশে দেখা যায় লেন্স আকৃতির এক উজ্জ্বল মেঘ, যা মুহূর্তেই আলোচিত হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ কোয়েটার কোহ-ই-মুর্দার পর্বতমালার ওপর দেখা যায় মেঘটি। প্রায় ২০ মিনিট ধরে লাল, কমলা, হলুদ ও সবুজ রঙে আলোকিত ছিল এই মেঘ। দেখতে এটি অনেকটা ‘অগ্নি রংধনু’ বা ‘ইরিডেসেন্ট ক্লাউড’-এর মতো ছিল—যা সূর্যের আলো বরফকণা বা পানির ক্ষুদ্র কণায় প্রতিফলিত হয়ে রঙিন আভা তৈরি করে।

স্থানীয় বাসিন্দারা জানান, আকাশে এই অদ্ভুত আলোয় প্রথমে মনে হয়েছিল কোনো ইউএফও বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল হতে পারে। তবে কিছুক্ষণ পর আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়ে দেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি বিরল বায়ুমণ্ডলীয় ঘটনা।

এই দৃশ্য শুধু কোয়েটা নয়, নুশকি ও ডালবন্দিনের আকাশ থেকেও দেখা গেছে। মেঘের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং কেউ কেউ একে “স্বর্গীয় আলোকছটা” বলে বর্ণনা করেছেন।

বিশেষজ্ঞদের মতে, এমন লেন্স আকৃতির মেঘ সাধারণত বাতাসের তীব্র প্রবাহে গঠিত হয় এবং পর্বতমালার ওপরে বায়ুর ঘূর্ণির ফলে তৈরি হয় এই মনোমুগ্ধকর দৃশ্য।

শেয়ার করুন