অফিস ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ধানের শীষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান **তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে** লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৬ অক্টোবর) সকালে ইউনিয়নের **গাজী বাড়ী, মাঝি বাড়ী, কবিরাজ বাড়ী, খান বাড়ী, মিজি বাড়ী, ছৈয়াল বাড়ী, ঢালী বাড়ী, পাটওয়ারী বাড়ী ও মৈশাল বাড়ী**সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা লক্ষ্য ও প্রতিশ্রুতিমূলক বার্তা পৌঁছে দেন।
চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিতরণ করা লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট** চেয়ে প্রচারণা চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন (মিন্টু) মাঝি, সাবেক সভাপতি মো. ইউসুফ গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির পাটওয়ারী, দপ্তর সম্পাদক মাসুদ কবিরাজ, যুব বিষয়ক সম্পাদক বিল্লাল ঢালী, ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি কাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ঈসমাইল ঢালী, ওয়ার্ড যুবদলের সভাপতি **মনির কবিরাজ**, চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ঈমাম হোসেন ঢালী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাগর ঢালী, সাধারণ সম্পাদক রোহান কবিরাজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নেতারা এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায়’ অংশ নেওয়ার আহ্বান জানান।