শিরোনাম:

ফতুল্লায় কৃষকদল নেতাকে গুলির ঘটনার পর অভিযানে গিয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৩২
photo

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় কৃষকদল নেতা পারভেজকে প্রকাশ্যে গুলির ঘটনার পর অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে স্থানীয় এক নারী জবা আক্তার (২২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা বাজার এলাকায় র‌্যাব-১১ এর গোয়েন্দা টিম অভিযান চালাতে গেলে জাহিদ ও তার সহযোগীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে। গুলির একটি বুলেট পাশের বাড়ির রান্নাঘরে থাকা জবার বুকে বিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জবার স্বামী রহিম উদ্দিন জানান, তিনি হঠাৎ দেখতে পান বাইরে থেকে একটি গুলি এসে তার স্ত্রীর বুকে লাগে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। শনিবার পারভেজকে কুপিয়ে আহত করা এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় র‌্যাব অভিযান চালাচ্ছিল। জাহিদ গ্রেফতার এড়াতে রোববারও গুলি ছোড়ে, যাতে এক নারী আহত হন।

র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দা তৎপরতা টের পেয়ে জাহিদ ও তার সহযোগীরা গুলি চালায়। তারা আত্মসমর্পণের ভয়ে পালানোর চেষ্টা করেছে। অভিযুক্তদের ধরতে যৌথ টিমের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন