অফিস ডেস্ক
আলোচিত চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভল্যুশন ২.০’ আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে। আয়োজক প্রতিষ্ঠান ‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন কনসার্ট আয়োজনের পরিকল্পনা চলছে। এ উপলক্ষে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তার পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলমান।
সহ-প্রধান আয়োজক মো. জাফর আলী (জাফর সাদিক) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট থেকে প্রাপ্ত সব আয় এবারও প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে (জেএসএসএফ)। আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন কর্মসূচিতে ব্যয় করতে ইতোমধ্যে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।
গত বছর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম আয়োজন ‘ইকোজ অব রেভল্যুশন’ ব্যাপক সাড়া ফেলেছিল। রাহাত ফাতেহ আলী খানসহ দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি থেকে ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জেএসএসএফ-এ প্রদান করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, এবারও দেশি-বিদেশি শিল্পী, ব্যান্ডসহ লোকসংগীত, কাওয়ালি ও জনপ্রিয় গান পরিবেশনা থাকবে। সঙ্গে থাকবে জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্র, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীও।
স্পিরিটস অব জুলাই অভিযোগ করে জানায়, বিপ্লব-পরবর্তী সময়ে কিছু মহল জুলাই অভ্যুত্থানের চেতনাকে বিকৃত করার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে সহায়তা ও চেতনা ধরে রাখতেই দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে কনসার্টটি।
শিগগিরই আয়োজনের ভেন্যু চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।