অফিস ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতের এ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ফেনসিডিলের মোট পরিমাণ প্রায় ৪০ হাজার মিলিলিটার, যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকগুলো স্ট্যান্ড এলাকায় রাখা একটি অবস্থান থেকে জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা ডিবি পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।