শিরোনাম:

মুন্সীগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাছির উদ্দিন স্টাফ রির্পোটার :
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:১১
photo

মুন্সীগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।
সভায় সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হন, তা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, সত্যনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে উঠতে পারে। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকরা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার অনুরোধ জানান।
মোঃ নাছির উদ্দিন দেশ আমার টিভি , মোঃ নাছির উদ্দিন সংবাদ৫২ টিভি চব্বিশ ঘন্টা খবর

শেয়ার করুন