শিরোনাম:

২২ বছর পর নিজেদের মাঠে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৫৮
photo

বাংলাদেশ ফুটবলের জন্য মঙ্গলবার (১৮ নভেম্বর) ছিল এক স্মরণীয় দিন। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শেখ মোরসালিনের একমাত্র গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে ভারতকে হারিয়েছে। ২২ বছর পর ঘরের মাঠে ভারতকে পরাজিত করার গৌরব অর্জন করে লাল-সবুজরা।

ম্যাচের ১২ মিনিটেই মোরসালিনের গোল ভারতের জন্য অপ্রতিরোধ্য হয়ে ওঠে। রোহিত চতুর্থীর দল শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে না পেরে মুখ নিচু করেই মাঠ ছাড়ে। এই হারকে ভারতীয় গণমাধ্যম ‘লজ্জাজনক’, ‘বিব্রতকর’ এবং একবিংশ শতাব্দীর অন্যতম বড় ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া:

 

ইন্ডিয়া টুডে: বাংলাদেশের কাছে ‘বিব্রতকর’ হার, ভারতীয় ফুটবলের স্বপ্ন ভেঙে চুরমার।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস: এশিয়ান কাপ বাছাইয়ে লজ্জাজনকভাবে বাংলাদেশের কাছে ১–০ গোলে পরাজয়।

এনডিটিভি: ০–১ ব্যবধানে ‘লজ্জাজনক’ হার ভারতের।

টাইমস নাউ: ৮,৩৪০ দিনের মধ্যে সবচেয়ে নিচে ভারতীয় ফুটবল, ২১শ শতাব্দীর বড় ‘অপমান’।

ফার্স্ট পোস্ট: ঘরের মাঠে ভারতকে লজ্জা দিয়ে জয় তুলে নিল বাংলাদেশ।

আনন্দবাজার: ২২ বছর পর বাংলাদেশের কাছে হারের লজ্জায় ব্যর্থতা স্ট্রাইকারদের।

এই পরাজয়ের ফলে গ্রুপ ‘সি’-তে এখনো ভারতের জয়ের সংখ্যা শূন্য, তালিকার তলানিতে অবস্থান দেশটির। অন্যদিকে বাংলাদেশের এই জয় তাদের ফুটবল ইতিহাসে উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে।

হামজা, শমিত, জায়ানদের মতো নতুন প্রজন্মের ফুটবলারদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। যদিও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ নেই, তবুও ভারতের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ফুটবল এক ভিন্ন মাত্রা পেয়েছে।

২২ বছর পর এমন ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ফুটবল বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে, যা সমর্থকদের মনে দীর্ঘদিন রয়ে যাবে গর্বের স্মৃতি হয়ে।

শেয়ার করুন