ফতুল্লায় কৃষকদল নেতাকে গুলির ঘটনার পর অভিযানে গিয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ


নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় কৃষকদল নেতা পারভেজকে প্রকাশ্যে গুলির ঘটনার পর অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে স্থানীয় এক নারী জবা আক্তার (২২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা বাজার এলাকায় র‌্যাব-১১ এর গোয়েন্দা টিম অভিযান চালাতে গেলে জাহিদ ও তার সহযোগীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে। গুলির একটি বুলেট পাশের বাড়ির রান্নাঘরে থাকা জবার বুকে বিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জবার স্বামী রহিম উদ্দিন জানান, তিনি হঠাৎ দেখতে পান বাইরে থেকে একটি গুলি এসে তার স্ত্রীর বুকে লাগে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। শনিবার পারভেজকে কুপিয়ে আহত করা এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় র‌্যাব অভিযান চালাচ্ছিল। জাহিদ গ্রেফতার এড়াতে রোববারও গুলি ছোড়ে, যাতে এক নারী আহত হন।

র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দা তৎপরতা টের পেয়ে জাহিদ ও তার সহযোগীরা গুলি চালায়। তারা আত্মসমর্পণের ভয়ে পালানোর চেষ্টা করেছে। অভিযুক্তদের ধরতে যৌথ টিমের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ