শিরোনাম:

আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মানুষের চাওয়া-পাওয়া পূরণ করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মোঃতারিকুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি:
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:১৮
photo

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে জনগণের সকল চাওয়া-পাওয়া পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাস স্ট্যান্ডে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় দেশজুড়ে সাধারণ মানুষের দোয়া প্রমাণ করে-জনগণ এখনো বিএনপিকেই তাদের আশার ঠিকানা মনে করে।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য  আলহাজ্ব মোঃ মমিন আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সহ-সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মোঃ আলমগীর আলম।


এসময় আরো উপস্থিত ছিলেন,  মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা; সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা; মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা; জেলার নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শেয়ার করুন