অফিস ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মেহেদী হাসান রাফি ও ইঞ্জি. নাইমুর রহমান শাহীন-এর উদ্যোগে ষাটনল হাফেজ আব্দুল লতিফ দাখিল মাদরাসা ও এতিমখানায় আয়োজনটি অনুষ্ঠিত হয়। দেশনেত্রীর সুস্থতা কামনায় আয়োজিত এই মাহফিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বপন মিয়াজী, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা কামরুজ্জামান বাবু ও মুক্তার হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাবেক ছাত্রনেতা মিয়াজী ছিয়ান আহম্মেদ সুজন, উপজেলা যুবদলের কারানির্যাতিত নেতা ইঞ্জি. জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আহসানউল্লাহসহ বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া কাফরুল থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শিহাব হোসেন সিকদার, সাবেক ছাত্রনেতা এমপিও আল আমিন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি লিটন মিয়া, প্রচার সম্পাদক সিয়াম মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রাফি মিয়াজী এবং ছাত্রদল নেতা মো. ওয়াসিমসহ অনেকে এতে অংশ নেন। অংশগ্রহণকারীরা দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলোচনা করেন এবং তাঁর সুস্থতা দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান। বিশেষ মোনাজাতে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানটি পুরোটা সময় একটি আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দেশনেত্রীর আরোগ্য কামনায় হাত তুলেন।