শিরোনাম:

টঙ্গিবাড়িতে সাপের কামড়ে এক কৃষক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার মোঃ নাছির উদ্দিন
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:১৬
photo

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারীপাড়ায় আলুক্ষেতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত হয়েছেন সামসু ব্যাপারী  নামে এক কৃষক। রবিবার সকালে জমিতে কাজের ফাঁকে হঠাৎ সাপটি আক্রমণ করলে তিনি দ্রুত হাতের কাছেই থাকা সরঞ্জাম দিয়ে সাপটিকে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য রওনা দেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্দারকৃত সাপ সহ মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এলাকাটিতে মাঝে মাঝে বিষাক্ত সাপ দেখা গেলেও রাসেল ভাইপারের উপস্থিতি বিরল। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শেয়ার করুন