টঙ্গিবাড়িতে সাপের কামড়ে এক কৃষক গুরুতর আহত


মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারীপাড়ায় আলুক্ষেতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত হয়েছেন সামসু ব্যাপারী  নামে এক কৃষক। রবিবার সকালে জমিতে কাজের ফাঁকে হঠাৎ সাপটি আক্রমণ করলে তিনি দ্রুত হাতের কাছেই থাকা সরঞ্জাম দিয়ে সাপটিকে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য রওনা দেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্দারকৃত সাপ সহ মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এলাকাটিতে মাঝে মাঝে বিষাক্ত সাপ দেখা গেলেও রাসেল ভাইপারের উপস্থিতি বিরল। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ