অফিস ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণে আগামীকাল রোববার নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে। নির্বাচনপূর্ব প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে এই বৈঠককে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
শনিবার (৬ ডিসেম্বর) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের ১০ম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে যুক্ত রয়েছে, যা আগামী দিনের রাজনৈতিক ও সাংবিধানিক ধারাকে স্পষ্ট করবে। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশন বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে এখনো তফসিল ঘোষণার নির্দিষ্ট দিন ঠিক হয়নি। তিনি বলেন, সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের মিটিংয়ে বিভিন্ন প্রস্তুতি পর্যালোচনা করা হলেও তফসিল ঘোষণার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারও নিশ্চিত করেছেন যে রোববারের কমিশন বৈঠকেই তফসিলের দিন নির্ধারণ হতে পারে। এর আগে তিনি জানিয়েছিলেন, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। রোববারের বৈঠকটি তাই দেশের নির্বাচন-প্রক্রিয়ার পরবর্তী ধাপ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোড়ার ইঙ্গিত দিচ্ছে।