অফিস ডেস্ক
রংপুর অঞ্চলের উপজেলা ও থানা পর্যায়ের ১৩৬ জন তরুণ আনসারের ১৪ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার নগরীর মাহিগঞ্জে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে অংশগ্রহণকারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রশিক্ষণের শেষদিনের এই অনুষ্ঠানটি নতুন প্রশিক্ষণার্থীদের দায়িত্ববোধ, দেশপ্রেম ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারকে আরো দৃঢ় করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস)। তিনি বলেন, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধই আনসারের মূল পরিচয়, এবং এই মূল্যবোধকে ধারণ করেই প্রতিটি সদস্যকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়নে মহাপরিচালকের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা শপথ গ্রহণ করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটির পরিবেশ ছিল উৎসাহ, উদ্দীপনা এবং নতুন দায়িত্ব গ্রহণের প্রস্তুতিতে পরিপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম (বিএএমএস)। উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. সহিদুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন জাহিদুল ইসলাম সৈকত, আর পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সদর উপজেলার প্রশিক্ষক মো. মনিরুজ্জামান। ১৪ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শর্টগান ব্যবহারের অনুশীলন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত কার্যক্রমসহ বিভিন্ন শৃঙ্খলামূলক কাজে অংশ নেন। সমাপনীতে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে চারজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদের প্রশিক্ষণযাত্রাকে আরও স্মরণীয় করে তোলে।