শিরোনাম:

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ ও পুনর্বাসন কর্মসূচি

মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৩৮
photo

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রয়োজন, আর চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন সেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা হচ্ছে এবং স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হচ্ছে। বিচ্ছিন্নভাবে সহায়তা করলে অনেক সময় সঠিক মানুষের কাছে সেবা পৌঁছানো সম্ভব হয় না। তাই সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই—এ ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা সাহাবুদ্দিন স্বপন পাটওয়ারীর সভাপতিত্বে এবং উপদেষ্টা মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র সহসভাপতি এস. এ. এম. মিজানুর রহমান, গাজীপুর (হরীপুর) দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ খান, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, এডভোকেট আঃ কাদের খান এবং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাব্বির আহমেদ মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহজালাল পাটওয়ারী।

শেয়ার করুন