অফিস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম তার সন্তানের নাম রেখেছেন শহীদ শরীফ ওসমান হাদির নামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি এই নামকরণ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তাওসিফুল ইসলাম। ওই পোস্টে তিনি শহীদ ওসমান হাদির সঙ্গে নিজের কথোপকথনের একটি স্ক্রিনশট এবং সন্তানের ছবি প্রকাশ করেন। এ বিষয়ে তাওসিফুল ইসলাম বলেন, ওসমান হাদির সঙ্গে তার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল। গত ৫ ডিসেম্বর সন্তানের জন্য একটি অর্থবহ নাম জানতে তিনি হাদির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে ব্যস্ততার কারণে তখন তিনি কোনো নাম প্রস্তাব করতে পারেননি। পরে হাদির শাহাদাতের পর তার জীবন, আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।তিনি আরও বলেন, হাদি ভাই সব সময় দেশের জন্য শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করতেন। তার প্রতি গভীর সম্মান ও ভালোবাসা থেকেই নিজের সন্তানের নাম হাদি রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার বিশ্বাস, এই নাম ভবিষ্যতে সন্তানের মাঝে দেশপ্রেম ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগাবে। তাওসিফুল ইসলাম জানান, সন্তানের জন্মের পর প্রাথমিকভাবে তার নাম রাখা হয়েছিল তাশরিফুল মাহতিন আয়ান। পরে নাম পরিবর্তন করে তার ছেলের নাম রাখা হয় মাহতিম ওসমান হাদি। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু দেশজুড়ে গভীর শোক ও প্রতিবাদের জন্ম দেয়।