অফিস ডেস্ক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত জনপদ গুয়াগাছিয়া থেকে সেনাবাহিনী পুলিশের তালিকাভুক্ত ‘চিহ্নিত সন্ত্রাসী’ নয়ন-পিয়াস বাহিনীর এক সদস্যকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে ইউনিয়নের চরচাষী এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নয়ন-পিয়াসের সাথে তার সংশ্লিষ্টতার বিষয় তথ্য প্রদান করেছেন। আটককৃতের নাম ইব্রাহিম খলীল (৫২), মৃত সিদ্দিকুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে অভিযানের সময় নয়ন ও পিয়াস সরকারের পলাতক আসামিদের কোন হদিস পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নয়ন-পিয়াস বাহিনী এলাকায় প্রবেশ করে ব্যান্ড পার্টি বাজিয়ে শোডাউন প্রদর্শন করেছিল। এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন তৎপর হয়ে উঠে। এরপর শুক্রবার, শনিবার, মঙ্গলবার এবং আজ বৃহস্পতিবার চতুর্থ দফায় যৌথবাহিনী এলাকায় অভিযান চালিয়েছে। কিন্তু এখনো নয়ন-পিয়াসের উপস্থিতি পাওয়া যায়নি।