খুলনা আর্ট একাডেমি, ৩৬ আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত।এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। খুলনা আর্ট একাডেমিতে ২০২০ সালে সামি ছবি আঁকার ক্লাসে ভর্তি হয়।এটা ছিল তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রথম শিক্ষক মিলন স্যার।প্রথম দিকে মা বা খালামনি ছাড়া ক্লাসে বসতে না চাইলেও আজ সে শিক্ষকদের ভালোবাসা ও সহপাঠীদের সান্নিধ্যে নির্ভয়ে দুই ঘণ্টা একটানা ক্লাসে থাকতে পারে।তার মধ্যে আমরা ব্যতিক্রম কিছু পেয়ে থাকি।সে সবসময় সিলেবাসের বাইরের বিষয় আঁকতে পছন্দ করে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অসংখ্যবার এঁকেছে।সামির মা জানান “ছেলের ইচ্ছে খুলনা আর্ট একাডেমিতে জন্মদিন পালন করবে। তাই কেক নিয়ে আসি। ১৯ সেপ্টেম্বর ২০২৫ জন্মদিনের কেক কেটে শিল্পচর্চার পরিবেশে সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে সামি। কেক কাটা শেষে একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সামিকে কোলে নিয়ে খাতা-পেন্সিল উপহার দিয়ে আশীর্বাদ করেন। এ সময় সহকারী পরিচালক শিলা বিশ্বাস এবং সহকারী শিক্ষক প্রদীপ মন্ডল উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেন।সামি বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এমন মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি খুবই আনন্দিত। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের কাছেও জানতে চাওয়া হয় এই জন্মদিন তোমাদের কেমন লেগেছে। সব শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে এবং সবার খুব ভালো লেগেছে জানায়।”অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সবাইকে আহ্বান জানান “সামি বাবুর জন্য দোয়া করবেন, সে যেন শিল্প-সংস্কৃতির এই স্পর্শে বড় হয়ে দেশের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে এমনটা আশীর্বাদ চান।”সবার ভালোবাসা ও শুভকামনায় সামির এই জন্মদিন একাডেমির পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। ক্লাসের শেষে উপস্থিত সকল শিক্ষার্থীদের নিয়ে কেক কাটে এবং হালকা নাস্তার ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
বার্তা প্রেরক
সৌহার্দ্য বিশ্বাস।