শিরোনাম:

৭ লাখ বছরের ঘুম ভেঙে জেগে উঠছে ইরানের আগ্নেয়গিরি!

আন্তর্জাতিক ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:০৬
photo

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের তাফতান আগ্নেয়গিরি দীর্ঘ প্রায় ৭ লাখ ১০ হাজার বছর নিস্তেজ থাকার পর ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আগ্নেয়গিরির চূড়ার কাছে ভূমি হঠাৎ উঁচু হতে শুরু করেছে।

জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তাফতানের চূড়ার কাছে একটি অংশের ভূমি ৯ সেন্টিমিটার উপরে উঠেছে। এই উত্থান এখনও অব্যাহত থাকায় বিজ্ঞানীরা ধারণা করছেন, আগ্নেয়গিরির গভীরে গ্যাসের চাপ তৈরি হচ্ছে।

গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, তাত্ক্ষণিক কোনো বিপদ নেই। তাফতানকে মৃত না ধরে এটি ঘুমন্ত বা সুপ্ত অবস্থায় আছে।

স্থানীয় বাসিন্দারা ২০২৩ সালে সামাজিক মাধ্যমে গ্যাস নির্গমনের খবর দিতে শুরু করেন। প্রায় ৫০ কিলোমিটার দূরের শহর থেকেও গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ভূমি উত্থানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তাফতান একটি স্ট্র্যাটোভলকানো, উচ্চতা ১২,৯২৭ ফুট। এটি ইরান-পাকিস্তান সীমান্তে অবস্থিত মাক্রান মহাদেশীয় আগ্নেয়গিরি বলয়ের একমাত্র সক্রিয় সদস্য। মানব ইতিহাসে এর অগ্ন্যুৎপাতের কোনো তথ্য নেই; সর্বশেষ বড় অগ্ন্যুৎপাত হয়েছিল প্রায় ৭০০,০০০ বছর আগে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গবেষণার উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা নয়, বরং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য সতর্ক বার্তা। পরবর্তী পর্যায়ে আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসের পরিমাণ পর্যবেক্ষণ করা হবে।

 
 

শেয়ার করুন