শিরোনাম:

বিপিএলে অংশ নেবে না ফরচুন বরিশাল!

স্পোর্টস ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:১১
photo

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ফরচুন বরিশাল সময়সূচি সংক্রান্ত আপত্তি জানিয়ে এবারের বিপিএলে অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

বিসিবি ১২ অক্টোবর দ্বাদশ আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। আগ্রহ প্রকাশের সময়সীমা ১৪ থেকে ২৮ অক্টোবর। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। ২৮ অক্টোবরের পর প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করা হবে।

ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বরে বিপিএল শুরু হলে তাদের অংশগ্রহণ সম্ভব হবে না। তিনি বলেন,

“স্বল্প সময়ে বিপুল বাজেট ও প্রস্তুতি নেওয়া আমাদের জন্য কঠিন। তবে যদি বিপিএল নতুন কোনো স্লটে আয়োজন করা হয়, আমরা অবশ্যই অংশ নিতে চাই।”

এর আগে বরিশাল কর্তৃপক্ষ বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। তাদের মতে, অল্প সময়ের মধ্যে দল গঠন, খেলোয়াড় নিশ্চিতকরণ ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।

মিজানুর রহমান আরও বলেন,

“অর্থসংস্থান, সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সবকিছুই সময়সাপেক্ষ। এক থেকে দেড় মাসে ২৪ ঘণ্টা কাজ করেও সম্ভব নয়। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব। আমরা সবসময় খেলাধুলার সঙ্গে যুক্ত থেকেছি এবং এখনো আছি।”

শেয়ার করুন