শিরোনাম:

ইয়েমেনে হুতি গোষ্ঠী আটক করল ২০ জন জাতিসংঘ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:১৫
photo

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি অন্তত ২০ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। দেশটির রাজধানী সানাতে হাদা জেলার একটি জাতিসংঘ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করেছে এবং দ্রুত মুক্তির দাবি জানিয়েছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক কার্যালয়ের মুখপাত্র জিন আলম জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন আন্তর্জাতিক কর্মী এবং ৫ জন ইয়েমেনি নাগরিক। এছাড়া আরও ১১ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

আলম বলেন,

“এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা হুতি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি যেন দ্রুত আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করা যায় এবং সানায় অবস্থিত আমাদের কার্যালয়টির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।”

অন্যদিকে একটি সূত্র জানিয়েছে, হুতি বাহিনী কার্যালয় থেকে কম্পিউটার, ফোন এবং সার্ভারসহ সব ধরনের যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে।

আটক ব্যক্তিরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), ইউনিসেফ এবং মানবিক সমন্বয় সংস্থা (OCHA)

এ ঘটনা এমন সময় ঘটল যখন হুতি প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর ওপর নজিরবিহীন চাপ বাড়িয়েছে। এ পর্যন্ত হুতিরা ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মীকে আটক করেছে। হুতি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে আটক অভিযানের কারণ প্রকাশ করেনি।

শেয়ার করুন