শিরোনাম:

ইভ্যালির চেক জালিয়াতির মামলায় স্বামীর কারাদণ্ড, স্ত্রী খালাস

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৬:৩২
photo

চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে একই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন আদালত।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমা দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরের বছর এপ্রিলে শামীমা সুলতানা জামিনে মুক্তি পান। এরপর রাসেলও জামিনে মুক্তি পান।

পরবর্তীতে গত বছরের জুনে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আত্মগোপনে চলে যান রাসেল ও শামীমা। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে তারা পলাতক। তবে পলাতক থাকাবস্থায় বেশ কয়েকটি মামলায় ঢাকার সিএমএম আদালতসহ বিভিন্ন আদালত রাসেল ও শামীমা দম্পতিকে পৃথক মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেন।

শেয়ার করুন