ইভ্যালির চেক জালিয়াতির মামলায় স্বামীর কারাদণ্ড, স্ত্রী খালাস


চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে একই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন আদালত।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমা দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরের বছর এপ্রিলে শামীমা সুলতানা জামিনে মুক্তি পান। এরপর রাসেলও জামিনে মুক্তি পান।

পরবর্তীতে গত বছরের জুনে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আত্মগোপনে চলে যান রাসেল ও শামীমা। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে তারা পলাতক। তবে পলাতক থাকাবস্থায় বেশ কয়েকটি মামলায় ঢাকার সিএমএম আদালতসহ বিভিন্ন আদালত রাসেল ও শামীমা দম্পতিকে পৃথক মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ