অফিস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠকে শিক্ষার্থীদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের’ নাম পাল্টিয়ে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল’ নামকরণের সুপারিশ করবে সিন্ডিকেট।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চলা সিন্ডিকেটের এই সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের কাছে এই সুপারিশ পাঠাবে সিন্ডিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট। সিন্ডিকেটের প্রস্তাব সেখানে পাঠানোর সুপারিশ আজকের বৈঠকে এসেছে। দুটি হলসহ ক্যাম্পাসের পাঁচটি স্থাপনা থেকে শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম সরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সুপারিশ করবে বলে জানান তিনি।
এ ছাড়া, ‘শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’ এর নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক তারামন বিবি’ র নামে করতে সুপারিশ করা হয়েছে। একইসাথে আরো দু্ইটি স্টাফ কোয়ার্টার ‘রাসেল টাওয়ার’ ও ‘বঙ্গবন্ধু টাওয়ারের’ নাম বদলানোর সুপারিশও করার সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।