অফিস ডেস্ক
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে অপারেশন থিয়েটার (ওটি) দীর্ঘদিন ধরে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে ব্যবহৃত হওয়ায় প্রসূতি মায়েদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে—এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত দুই বছর ধরে হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল ওটি কক্ষে নার্সরা গ্যাসের চুলায় পিঠাসহ বিভিন্ন ধরনের রান্না করছেন এবং থিয়েটারের আশপাশে অবাধ যাতায়াত চলাচল অব্যাহত রয়েছে, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের ভেতরে স্বাস্থ্যবিধি ও সুরক্ষা ব্যবস্থার এমন চরম লঙ্ঘনে রোগী ও তাদের স্বজনরা গভীর ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, যাদের দায়িত্ব রোগীর জীবন রক্ষা করা, তাদের অবহেলায়ই নিরাপত্তাহীনতার সৃষ্টি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনাটির গুরুত্ব বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে আছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, অপারেশন থিয়েটারের ভেতরে কোনোভাবেই রান্না করা কাম্য নয়। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেনারেল হাসপাতালের এ ঘটনা হাসপাতাল ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং রোগীদের নিরাপত্তা রক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সবাই।