অফিস ডেস্ক
মুন্সীগঞ্জে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের সমন্বয়ে মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধার সংক্রান্ত এবং পরোয়ানামূলে এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযানকালে মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।