শিরোনাম:

হামজা চৌধুরীর স্বপ্নের একাদশ প্রকাশ

স্পোর্টস ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:২৩
photo

বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। তার আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। দীর্ঘদিন মন্দার মধ্যে থাকা ফুটবল আবারো ফিরে পেয়েছে প্রাণ। হামজা, শমিত, জায়ান, ফাহমিদুল ও কিউবার মতো নতুন প্রজন্মের খেলোয়াড়দের পারফরম্যান্সে সমর্থকদের মধ্যেও নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এরই মধ্যে দেশের ফুটবলের বড় তারকা হামজা প্রকাশ করেছেন নিজের পছন্দের সর্বকালের সেরা স্বপ্নের একাদশ। ৪-৩-৩ ফরমেশনে সাজানো দলে তিনি জায়গা দিয়েছেন বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের।

কোচ হিসেবে হামজার প্রথম পছন্দ পেপ গার্দিওলা। গোলরক্ষক হিসেবে আস্থা রেখেছেন আধুনিক যুগের সেরা ও সুইপার-গোলকিপিংয়ের পথিকৃত ম্যানুয়েল নয়ারকে।

রক্ষণভাগে হামজার পছন্দ—
দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডিক ও রবার্তো কার্লোস।

মধ্যমাঠে জায়গা পেয়েছেন—
জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা ও এন’গোলো কান্তে।

আর আক্রমণভাগে রাখা হয়েছে ফুটবল ইতিহাসের তিন মহাতারকা—
ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং মূল স্ট্রাইকার হিসেবে রোনালদো নাজারিও।

 

এক নজরে হামজার সর্বকালের সেরা একাদশ

ফরমেশন: ৪–৩–৩
কোচ: পেপ গার্দিওলা

গোলরক্ষক:

ম্যানুয়েল নয়ার

রক্ষণভাগ:

দানি আলভেজ

পাওলো মালদিনি

ভার্জিল ভ্যান ডিক

রবার্তো কার্লোস

মধ্যমাঠ:

জিনেদিন জিদান

আন্দ্রেস ইনিয়েস্তা

এন’গোলো কান্তে

আক্রমণভাগ:

ক্রিশ্চিয়ানো রোনালদো

লিওনেল মেসি

রোনালদো নাজারিও

হামজার মতে, এই দলই তার চোখে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ভারসাম্যপূর্ণ একাদশ।

শেয়ার করুন