হামজা চৌধুরীর স্বপ্নের একাদশ প্রকাশ


বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। তার আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। দীর্ঘদিন মন্দার মধ্যে থাকা ফুটবল আবারো ফিরে পেয়েছে প্রাণ। হামজা, শমিত, জায়ান, ফাহমিদুল ও কিউবার মতো নতুন প্রজন্মের খেলোয়াড়দের পারফরম্যান্সে সমর্থকদের মধ্যেও নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এরই মধ্যে দেশের ফুটবলের বড় তারকা হামজা প্রকাশ করেছেন নিজের পছন্দের সর্বকালের সেরা স্বপ্নের একাদশ। ৪-৩-৩ ফরমেশনে সাজানো দলে তিনি জায়গা দিয়েছেন বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের।

কোচ হিসেবে হামজার প্রথম পছন্দ পেপ গার্দিওলা। গোলরক্ষক হিসেবে আস্থা রেখেছেন আধুনিক যুগের সেরা ও সুইপার-গোলকিপিংয়ের পথিকৃত ম্যানুয়েল নয়ারকে।

রক্ষণভাগে হামজার পছন্দ—
দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডিক ও রবার্তো কার্লোস।

মধ্যমাঠে জায়গা পেয়েছেন—
জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা ও এন’গোলো কান্তে।

আর আক্রমণভাগে রাখা হয়েছে ফুটবল ইতিহাসের তিন মহাতারকা—
ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং মূল স্ট্রাইকার হিসেবে রোনালদো নাজারিও।

 

এক নজরে হামজার সর্বকালের সেরা একাদশ

ফরমেশন: ৪–৩–৩
কোচ: পেপ গার্দিওলা

গোলরক্ষক:

ম্যানুয়েল নয়ার

রক্ষণভাগ:

দানি আলভেজ

পাওলো মালদিনি

ভার্জিল ভ্যান ডিক

রবার্তো কার্লোস

মধ্যমাঠ:

জিনেদিন জিদান

আন্দ্রেস ইনিয়েস্তা

এন’গোলো কান্তে

আক্রমণভাগ:

ক্রিশ্চিয়ানো রোনালদো

লিওনেল মেসি

রোনালদো নাজারিও

হামজার মতে, এই দলই তার চোখে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ভারসাম্যপূর্ণ একাদশ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ