শিরোনাম:

চান্দ্রায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ কামরুল ইসলাম, চাঁদপুর সদর, চাঁদপুর।
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৯:১৩
photo

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। ২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাড়ি-বাড়ি গিয়ে জনগণের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ও দলীয় ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেওয়া হয়। চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মুদ্রিত লিফলেট হাতে নিয়ে ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের কাছে দলের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, সাবেক সভাপতি মো. ইউসুফ গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির পাটোয়ারী, দপ্তর সম্পাদক মাসুদ কবিরাজ, ইউনিয়ন বিএনপির সদস্য সুলতান মাঝি,সহ-যুব বিষয়ক সম্পাদক বিল্লাল ডালী, ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি কাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ঈসমাইল ঢালী, যুবদলের সভাপতি মনির কবিরাজ, ছাত্রদলের সভাপতি সাগর ঢালী, সাধারণ সম্পাদক রোহান কবিরাজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন