শিরোনাম:

মুন্সীগঞ্জ জেলা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য হুইলচেয়ার ও ট্রলি প্রদান

মোঃ নাছির উদ্দিন, স্টাফ রিপোর্টার
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৬:২৪
photo

মুন্সীগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে রোগীদের সেবার মানোন্নয়নে হুইলচেয়ার ও ট্রলি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর বিএনপির আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু। সভার সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোঃ শাহীন।

আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন হেলাল, মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৪টি ট্রলি ও ৫টি হুইলচেয়ার হস্তান্তর করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজু আহমেদ রাজা এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানটি আয়োজন করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুম ও শফিকুর রহমান রিপন।

বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনীতি নয়, জনগণের কল্যাণেও কাজ করছে। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ নাছির উদ্দিন দেশ আমারটিভি , মোঃ নাছির উদ্দিন সংবাদ৫২ চব্বিশ ঘন্ট খবর

শেয়ার করুন