শিরোনাম:

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জে মহিউদ্দিন আহমেদের পক্ষে মহিলা দলের শোডাউন

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ১০:০৭
photo

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির মহিলাদলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় এসময় প্রায় ২০ হাজারেরও বেশি মহিলা কর্মী অংশ নেন,  শোডাউনটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

কর্মসূচিতে অংশ নিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমানের ৩১ দফা নতুন বাংলাদেশের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নই পারে দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করতে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও প্রশাসনে যুগান্তকারী পরিবর্তন আসবে। আমরা জনগণের পাশে আছি, মাঠে আছি—ধানের শীষই হবে গণমানুষের মুক্তির প্রতীক।”


” তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে। এবার জনগণ ভোটের মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধার করবে। আওয়ামী সরকারের দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্রের প্রতিটি খাত ভেঙে পড়েছে, এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন **মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র একে এম ইরাদত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন, ও কাজী আবু সুফিয়ান বিপ্লব**সহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
 

শেয়ার করুন