অফিস ডেস্ক
ঢাকা দোহার উপজেলার জয়পাড়া পবিত্র পাক দরবার শরীফে তিন দিনব্যাপী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আয়োজিত এ ধর্মীয় মাহফিলে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ ভক্ত ও আশেকানরা। ওরস মোবারক উপলক্ষে দরবার শরীফের গদীনশিন পীর হযরত শাহ সুফি শামসুদ্দোহা চৌধুরী নাগরপুরী মোজাদ্দেদী (রহ.)-এর স্মরণে মিলাদ, জিকির, দোয়া মাহফিল ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র শরীফ প্রাঙ্গণে ভক্তবৃন্দ সারারাত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। ওরসের অন্যতম আকর্ষণ ছিল সংগীত পরিবেশনা। সারারাত ভক্তিমূলক গানের আসরে দেশের জনপ্রিয় বাউল শিল্পী কাজল দেওয়ান ও চন্দ্র সরকার মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। তাদের পারফরম্যান্সে উপস্থিত ভক্ত ও শ্রোতারা মুগ্ধ হন এবং রাতভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ওরসের শেষ দিনে তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে আগত সকল ভক্ত, আশেকান ও অতিথিদের ধন্যবাদ জানানো হয়।