ঢাকা দোহারের জয়পাড়ায় পবিত্র পাক দরবার শরীফে তিন দিনব্যাপী ওরস মোবারক অনুষ্ঠিত


ঢাকা দোহার উপজেলার জয়পাড়া পবিত্র পাক দরবার শরীফে তিন দিনব্যাপী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আয়োজিত এ ধর্মীয় মাহফিলে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ ভক্ত ও আশেকানরা। ওরস মোবারক উপলক্ষে দরবার শরীফের গদীনশিন পীর হযরত শাহ সুফি শামসুদ্দোহা চৌধুরী নাগরপুরী মোজাদ্দেদী (রহ.)-এর স্মরণে মিলাদ, জিকির, দোয়া মাহফিল ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র শরীফ প্রাঙ্গণে ভক্তবৃন্দ সারারাত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। ওরসের অন্যতম আকর্ষণ ছিল সংগীত পরিবেশনা। সারারাত ভক্তিমূলক গানের আসরে দেশের জনপ্রিয় বাউল শিল্পী কাজল দেওয়ান ও চন্দ্র সরকার মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। তাদের পারফরম্যান্সে উপস্থিত ভক্ত ও শ্রোতারা মুগ্ধ হন এবং রাতভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ওরসের শেষ দিনে তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে আগত সকল ভক্ত, আশেকান ও অতিথিদের ধন্যবাদ জানানো হয়।
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ