মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়িতে মা ইলিশ সংরক্ষন অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) সাইদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আড়িয়ল বিল ও পদ্মা নদীর সংযোগস্থল এলাকায় অবৈধভাবে ব্যবহৃত জাল উদ্ধার করা হয়। অভিযানে আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা বলে জানা গেছে। উদ্ধারকৃত জাল ধ্বংস করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা, মুন্সীগঞ্জ সদর, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।