শিরোনাম:

ধানমন্ডিতে বাসা ভাড়ার ফাঁদে চুরি: সংঘবদ্ধ নারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৫৯
photo

রাজধানীর ধানমন্ডিতে বাসা ভাড়া নেয়ার কথা বলে ফ্ল্যাটে প্রবেশ করে মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ নারী চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারকৃতরা হলেন— তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) ও জেসমিন (৪২)

ডিএমপির ধানমন্ডি ও সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডির ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেয়ার কথা বলে প্রবেশ করে তিশা ও ঈশা। সুযোগ বুঝে তারা ফ্ল্যাট থেকে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

এরপর ১৯ সেপ্টেম্বর ধানমন্ডির ৫ নম্বর রোডের আরেকটি বাসায় একই কায়দায় আরও একটি দামি মোবাইল ফোন চুরি করে তারা। এই ঘটনাতেও থানায় আলাদা মামলা হয়।

পুলিশ জানায়, ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানার এলাকায় একই পদ্ধতিতে চুরি করতে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তিশা ও ঈশা ধরা পড়ে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে ধানমন্ডি থানার মামলায় আদালতের আদেশে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে চক্রের অপর সদস্য জেসমিনকে একটি পার্সসহ গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, এই নারী চক্রটি ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কৌশলে মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।

শেয়ার করুন