জন্ম নিবন্ধন ছাড়াও শিশু-কিশোরদের টাইফয়েডের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদা আলী।
বুধবার (৮ অক্টোবর) গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ডা. মাহমুদা আলী বলেন, “টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ডিএনসিসির ১০টি অঞ্চলে টিকা দেওয়া হবে। এ সময় ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্রছাত্রী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশু টিকার আওতায় আসবে।”
তিনি আরও জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য এই টিকা বিনামূল্যে দেওয়া হবে। এ জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে নিবন্ধন করতে হবে, যেখানে সাধারণত শিশুর জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন হয়।
তবে যেসব শিশুর জন্ম নিবন্ধন এখনো করা হয়নি, তাদের ক্ষেত্রেও টিকা নিতে কোনো বাধা থাকবে না। এ বিষয়ে ডা. মাহমুদা আলী বলেন, “নগরের অনেক শিশুর জন্ম নিবন্ধন হয়নি বা অভিভাবকরা করতে পারছেন না। তাই তাদের বলব, নির্ধারিত টিকা কেন্দ্রে সরাসরি চলে আসতে। সেখানে ডিএনসিসির কর্মীরা তথ্য নিয়ে টিকা কার্ড ইস্যু করে দেবে, এরপর তারা টিকা নিতে পারবে।”
ডিএনসিসি সূত্রে জানা গেছে, এই টিকা কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে কাজ করবেন।