মুন্সিগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান : বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস


আজ ১৩অক্টোবর 2025, সোমবার "মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫" উপলক্ষে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন নুরু বয়াতির চর এলাকায় (পদ্মা নদীর চরে)  অভিযান পরিচালিত হয় ।উক্ত অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা, মুন্সিগঞ্জ জেলা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জ জেলা, অতিরিক্ত পুলিশ সুপার, নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল, অতিরিক্ত পুলিশ সুপার ( শ্রীনগর সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার (শ্রীনগর), উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রীনগর, লৌহজং ও শিবচর উপস্থিত ছিলেন ।

উক্ত অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, মুন্সীগঞ্জ জেলা পুলিশ, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি, উপজেলা প্রশাসন, শ্রীনগর এবং শ্রীনগর ও লৌহজং উপজেলা মৎস্য অফিসের সমন্বয়ে নুরু বয়াতির চরে অভিযানকালে  ৪৫(পয়তাল্লিশ)লক্ষ মিটার কারেন্ট  জাল,   চায়না দুয়ারী জাল ৪০ (চল্লিশ) পিস. ৫০ (পঞ্চাশ)কেজি ইলিশ মাছ. নৌকার পাখা ১৬৬(একশত ছিশটি)পিস জব্দ করা হয় .কারেন্ট জাল ও চায়না  দুয়ারে জালগুলি ধ্বংস করা হয়. ১২টি নৌকা ফুটো করে নষ্ট করা হয়.ইলিশ মাছ  স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ