শিরোনাম:

লন্ডনের হাসপাতালে ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন নায়িকা রোজিনা

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:০৩
photo

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে লন্ডনের হাসপাতালে ছুটে যান এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খবরে যেমন ভক্তরা উদ্বিগ্ন, তেমনি চলচ্চিত্র অঙ্গনেও নেমে এসেছে চিন্তার ছায়া। নায়িকা রোজিনাও সেই উদ্বেগের বাইরে নন।

রোজিনা জানিয়েছেন, তিনি তখন লন্ডনেই ছিলেন, পরে কানাডায় গেলেও কাঞ্চনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

রোজিনা বলেন, “কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে। ব্রেনের সমস্যার কারণে মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে সব মিলিয়ে তাকে ভালোই লেগেছে।”

তিনি আরও জানান, কাঞ্চন এখন নিয়মিত নামাজ পড়েন এবং কথাবার্তা একটু ধীরভাবে বললেও মানসিকভাবে অনেক স্থির ও ইতিবাচক আছেন।

বর্তমানে নায়ক ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়। এখন তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন