অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
ঘটনা শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনির কাছে, শেলহারবার বিমানবন্দরে ঘটে। বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনজনের মৃত্যু নিশ্চিত। দুর্ঘটনার তদন্তের জন্য ক্রাইম সিন তৈরি করা হয়েছে এবং বিষয়টি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে জানানো হয়েছে।