দিন শুরু না হতেই অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত


অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

ঘটনা শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনির কাছে, শেলহারবার বিমানবন্দরে ঘটে। বিমানটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনজনের মৃত্যু নিশ্চিত। দুর্ঘটনার তদন্তের জন্য ক্রাইম সিন তৈরি করা হয়েছে এবং বিষয়টি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ