যুক্তরাজ্য শাখার যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কয়ছর আহমদ সিলেটের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে। তিনি আদালতে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আওতায় ছিলেন। কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই পরোয়ানার ভিত্তিতে মধ্যরাতে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।