যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর সিলেট থেকে গ্রেপ্তার


যুক্তরাজ্য শাখার যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কয়ছর আহমদ সিলেটের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে। তিনি আদালতে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আওতায় ছিলেন। কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই পরোয়ানার ভিত্তিতে মধ্যরাতে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ