সিলেটের সাদাপাথর লুটকাণ্ডের মূল হোতাদের মধ্যে একজন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ ওরফে আলফু মিয়াকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকার ২৬ নম্বরে তার নাম রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ জানান, আলফুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। ৫ আগস্টের আগে ও পরে হত্যাসহ একাধিক মামলা থাকলেও তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাপটে চলাফেরা করতেন। আলফু মিয়া তার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে ধলাই নদীর সাদাপাথর ও বালু উত্তোলন নিয়ন্ত্রণ করতেন, যা স্থানীয়দের প্রতিবাদ সত্ত্বেও অবৈধভাবে পরিচালিত হতো।
পুলিশ জানায়, আলফু মিয়ার সঙ্গে সাদাপাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিনেরও যোগসাজশ ছিল। সাহাব উদ্দিনকে ১৩ সেপ্টেম্বর র্যাব গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে; তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে এবং বিএনপি কেন্দ্রীয় দপ্তর ১১ আগস্ট তার সব পদ স্থগিত করেছে।